টানা দুই হারের পর লেভান্তের বিপক্ষে লা লিগায় প্রথমার্ধে চমক দেখাতে পারেনি বার্সেলোনা। লা লিগায় ন্যু ক্যাম্পে হওয়া দু’দলের শেষ ১৪ ম্যাচেই জয় আছে মেসিদের। কিন্তু তারপরও অতীত সুখস্মৃতি দিতে পারেনি আত্মবিশ্বাস।
ন্যু-ক্যাম্পে স্বাগতিকদের বেশ চাপে রেখেই শুরু করে লেভান্তে। ছন্দে ফিরতে চেষ্টা করেছে মেসি, কৌতিনিয়োরা তবে প্রথমার্ধে কোন প্রচেষ্টাই আলোর মুখ দেখেনি। লেভান্তে কিপার এয়তোর ফার্নান্দেজ দেয়াল হয়েছিলেন পুরো ৪৫ মিনিট জুড়েই।
৬১ মিনিটে গ্রিজম্যানের শট বারের ওপর দিয়ে চলে না গেলে হয়ত আনন্দে ভাসতে পারতো সমর্থকরা। ৭০ মিনিটে মেসিকে হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ফারনান্দেজ। তবে, ৭৬ মিনিটে আর নিজের দূর্গ সুরক্ষিত রাখতে পারেননি ২৯ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক।
ডি ইয়ংয়ের পাসে চমৎকার গোল করে ন্যু ক্যাম্পের কনকনে ঠাণ্ডায় উত্তাপ ছড়িয়েছেন মেসি।
মেসির গোলের পর স্বস্তি ফেরে বার্সেলোনা শিবিরে। শেষদিকে ক্রিনকাও, পেদ্রিরা ঝলক দেখিয়েছেন। কিন্তু গোল আর হয়নি। ১১ ম্যাচে ৫ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে বার্সেলোনা।
Discussion about this post