ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আত্মোৎসর্গকারীর স্মরণে নবনির্মিত ম্যুরাল ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ’ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করেন।
অপরদিকে বিজয় বাতায়নের উদ্বোধন করা হয়েছে ফজলুল হক মুসলিম হলে৷ এটি পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম।
অনুষ্ঠানে ঢাবি উপাচার্য বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেটির প্রেক্ষাপট তৈরি হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। ১৯৪৮ সালে যখন ছাত্রনেতা শেখ মুজিব এবং তার সহকর্মীরা নানাভাবে ভাষা আন্দোলনের পটভূমি তৈরিতে ব্যস্ত ছিলেন এবং অবদান রাখছিলেন, তারই ধারাবাহিকতায় তৈরি হলো অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনা। এ চেতনাকে উপজীব্য করেই বাঙালি জাতিসত্তার মানুষগুলোর মধ্যেই ঐক্য তৈরি হয় এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করি। যদিও ছোট ম্যুরালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি প্রতিফলিত হয়েছে, কিন্তু এটি অল্প সময়ে অনেক কথা বলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন একটি দেখবেন, তখন মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনুপ্রেরণা পাবেন।
উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষ্যাধক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.নিজামুল হক ভূইয়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলী আকবরসহ প্রমুখ।
Discussion about this post