চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক সংলগ্ন জিরো পয়েন্ট এরিয়াকে ‘স্মরণ চত্বর’ নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৬ ডিসেম্বর) ‘স্মরণ চত্বর’ নামকরণ ও নামফলক উন্মোচন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল চত্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার পুনরায় সংস্কার করে উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
Discussion about this post