অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার থেকে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে দেশটি।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানায়, সৌদিতে প্রথমে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের একজন হলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া। ভ্যাকসিন নেওয়ার জন্য জনগণকে আশ্বস্ত ও উৎসাহিত করতে স্বাস্থ্যমন্ত্রী জনসম্মুখে ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে ভ্যাকসিন নিতে জনগণকে প্রথমে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ছয় হাজারের বেশি মানুষ।
মোট তিন ধাপে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনা করবে সৌদি আরব। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে।
Discussion about this post