প্রতিবন্ধীরা দেশ ও সমাজের জন্য বোঝা নয়, বরং সম্পদ। প্রতিবন্ধীরা বিশেষভাবে অক্ষম নন, বরং তারা বিশেষভাবে সক্ষম বলে মনে করেন তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিবন্ধীদের আগে যেভাবে বাঁকা চোখে দেখা হতো তার আর সুযোগ নেই উল্লেখ করে পলক বলেন, আগে সমাজে প্রতিবন্ধীদের যে দৃষ্টিতে দেখা হতো সেই সুযোগ এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিগত ১০ বছরে এদেশের মানুষ সচেতন হয়েছে। সমাজে তাদের অধিকার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। তারাও ঘরে বসে নেই। নিজ নিজ মেধা ও সামর্থ্য দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন।
প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান পলক। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ৭টি আঞ্চলিক কার্যালয়ে প্রায় তিন হাজার প্রতিবন্ধী তরুণ-তরুণীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধীদের সক্ষমতার একটি ডাটাবেজ করা হবে। সেই ডাটাবেজ একটি জব পোর্টাল থাকবে, যেখান থেকে যে কোনো স্থানের চাকরিপ্রার্থীর সঙ্গে চাকরিদাতার যোগাযোগ হবে। সেই পোর্টালেই চাকরির আবেদন ও সাক্ষাৎকার নেওয়া হবে।
‘আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা, যার অন্তত ১ শতাংশ হবে প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের অনেকে বিশেষভাবে অক্ষম বলে কিন্তু আমি বিশেষভাবে সক্ষম বলি তাদের।’
Discussion about this post