নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে অনার্স ৩য় বর্ষের স্থগিত ব্যবহারিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০১৯ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬/১২/২০২০ হতে ৩১/০১/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এতদসঙ্গে প্রকাশ করা হলাে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে বিষয়টি অবহিত করার জন্য অনুরােধ করা হলো।
এর আগে ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯ এর কারণে গ্রহণ করা সম্ভব হয় নাই তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ২৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে কোভিড-১৯ ভাইরাস সম্পর্কিত সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করার নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রবেশপথে প্রত্যেক পরীক্ষার্থীকে থার্ম্যাল স্ক্যানার/থার্মোমিটার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করতে হবে, পরীক্ষা কক্ষে নূন্যতম তিন ফুট দূরত্ব বজায় রাখতে হব্দ, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার মানিটাইজার সংরক্ষণ করতে হবে৷
উল্লেখ্য ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল ০৩ ফেব্রুয়ারী এবং শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারিতে। করোনাভাইরাসের কারণে কয়েকমাস ধরে ঝুলে আছে ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা।
ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী
• ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহিঃপরীক্ষককে জানানাে হবে। চিঠি না পেলে সংশ্লিষ্ট শাখায় যােগাযোগ করে বহিঃপরীক্ষকের নাম জেনে নিতে হবে।
• বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে
• বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখায় ফোন নম্বরে যােগাযােগ করে বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমােদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়ােগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।
• ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (WWW.nubd.info/203) থেকে ডাউন লােড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অন্তৎপরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রােল নম্বর এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীত প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন।
• সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে। নম্বর অন-লাইনে Send করার পূর্বে সকল পরীক্ষার্থীর নম্বর সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে নিতে হবে।
• ডাটা এন্ট্রি ও অন-লাইনে প্রেরণের পর প্রেরিত নম্বর পত্রের Print out নিতে হবে। মূল কপি এবং Print কপিতে বহিঃপরীক্ষক এবং অন্তঃপরীক্ষক নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। একই সাথে হাজিরা পত্রে প্রতি পৃষ্ঠার নির্ধারিত স্থানে বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষক স্বাক্ষর
করবেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের নম্বরপত্র এবং হাজিরা পত্রে অবশ্যই Absent লিখতে হবে। কোন ঘর কোন অবস্থাতেই খালি রাখা যাবে না।
• Print out এর একটি কপি বহিঃপরীক্ষক নিজে সংরক্ষণ করবেন এবং এক কপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষ সংরক্ষণ করবেন। টপসীট, নম্বরপত্রের মূল কপি এবং মূল হাজিরা পত্র নির্ধারিত খামে ভরে সীলগালা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ৩য় বর্ষ শাখা এবং এক কপি Print out পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে ব্যবহারিক নম্বর, বিষয়, বিষয়কোড লিখতে হবে। হাজিরা পত্রের ০১টি ফটোকপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষের অফিসে সংরক্ষণ করতে হবে।
• তালিকায় নাম নাই এমন কোন পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে না। যদি কোন বৈধ পরীক্ষার্থীর নাম Print out এ না থাকে তাহলে প্রয়ােজনীয় কাগজ এবং প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট শাখায় যােগাযােগ করে ডাটায় নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে।
• ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজ ছাড়া অন্য কলেজের পরীক্ষার্থী থাকলে পরীক্ষা গ্রহণ করে পৃথক নম্বরফর্দ ও হাজিরপত্র তৈরি করে পৃথক খামে নিয়মানুযায়ী পাঠাতে হবে। অন-লাইনে নম্বর প্রেরণের জন্য আওতাধীন কলেজের অধ্যক্ষের বরাবরে একটি কপি সীলগালা করে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ মহােদয় কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে অন-লাইনে তার কলেজের পরীক্ষার্থীদের নম্বর প্রেরণ
• ডাটা প্রেরণের ক্ষেত্রে নিজ নিজ কলেজের পাসওয়ার্ড এর গােপনীয়তা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রেরিত মূল নম্বরপত্র (হাতে এন্ট্রি) এবং অন-লাইনে এন্ট্রি করা নম্বরে কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ দায়ি থাকবে।
• পরিসংখ্যান ব্যবহারিক বিষয়ের প্রশ্নপত্র বহিঃপরীক্ষকের অনুপস্থিতিতে খােলা যাবে না এবং সে অনুযায়ী অনুশীলন করা যাবে না।
Discussion about this post