পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আরিফ আহমেদ জুয়েল একই বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার বিষয় ছিল– ‘জোয়ার ভাটা উপদ্রব এলাকায় স্থানীয় আমন জাতের উৎপাদন কৌশল নির্ধারণ’।
ড. মো. আরিফ আহমেদ জুয়েল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি অর্জন করেন।
এ ছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেন। তার বাবা মরহুম জলিল আহমেদ মিয়া গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। আরিফ আহমেদ জুয়েলের মা আলেয়া বেগম পেশায় একজন শিক্ষক ছিলেন।
তিন ভাইবোনের মধ্যে কনিষ্ঠ ড. মো. আরিফ আহমেদ জুয়েল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ড. মো. আরিফ আহমেদ জুয়েলের জন্য পরিবারের পক্ষে তার মা আলেয়া বেগম সবার কাছে দোয়া কামনা করেছেন।
Discussion about this post