নিজস্ব প্রতিবেদক
রিভিউ ক্লাস নিশ্চিত করা ও যাবতীয় ফি ৭০ শতাংশ মওকুফসহ ৫ দফা দাবি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনকে চিঠি দিয়েছে ২০১৬-১৭ (সম্যক-১৬ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই সাথে ৪৮ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও জানিয়েছে তারা।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সম্যক-১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
তাদের ৫ দফা দাবিসমূহ হলো- প্রতি সেমিস্টারের পূর্বে থিওরি এবং ল্যাব ক্লাসের জন্য কমপক্ষে এক মাসের রিভিউ ক্লাসের ব্যবস্থা করা এবং এর শেষে ক্রেডিট অনুযায়ী বিরতি নিয়ে পর্যায়ক্রমে থিওরি এবং ল্যাব পরীক্ষা নেয়া, সকল ধরনের ফি ৭০ শতাংশ মওকুফ করে পরীক্ষা শুরুর তিন কার্যদিবস আগ পর্যন্ত জরিমানা ব্যতীত তা পরিশোধের সুযোগ দেওয়া, শিক্ষার্থীদের অর্থনৈতিক, মানসিক এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে আবাসিক হল খোলা রাখা। প্রতিটি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নিয়ে সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা, পরীক্ষাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, আবাসিক হল খোলার বিষয়টা আমাদের বিশ্ববিদ্যালয়ের একার না। এটা পুরো বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের বিষয়। সময় হয়তো বলে দিবে হল খোলা হবে নাকি হবে না।
তিনি আরও বলেন, যেসব মেয়ে শিক্ষার্থীর বাড়ি বিশ্ববিদ্যালয় থেকে দূরদূরান্তে, সিলেট আসার পর তারা যাতে আবসন সমস্যায় না পড়ে সে জন্য বিভাগগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে সেশনজট থেকে মুক্ত থাকে সে জন্য আমরা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ জানুয়ারি থেকে স্নাতক ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও রিভিউ ক্লাস, ক্রেডিট ফি কমানো, পরীক্ষাকালীন সময়ে আবাসিক হল খোলা রাখা, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মতো বিষয়ে কোনরকম সিদ্ধান্ত দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
Discussion about this post