নিজস্ব প্রতিবেদক
মানব উন্নয়ন সমীক্ষা-২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে ১৮৯টি দেশের মধ্যে ১৩৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী আরও নয় ধাপ এগিয়েছে বাংলাদেশ।
মানব উন্নয়ন সূচক-২০১৮ অনুযায়ী বাংলদেশের অবস্থান ছিলো ১৩৫তম। তার আগের বছর ২০১৭ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬তম।
মানব উন্নয়ন সমীক্ষা ২০২০-এর এই বছরের শিরোনাম “দ্য নেক্সট ফ্রন্টিয়ার: হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এনথ্রোপোসিন।” রিপোর্টটি আন্তর্জাতিকভাবে উন্মোচনের ছয় দিন পর আজ সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
রিপোর্টে বলা হয়েছে, ১৯৯০-২০১৯ সাল পর্যন্ত মানব উন্নয়ন সূচক শতকরা ৬০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৯৯০-২০১৯ সাল নাগাদ বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে ১৪ দশমিক ৪ বছর। গড় শিক্ষাকাল বেড়েছে ৩ দশমিক ৪ বছর এবং প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে ৬ বছর। এছাড়া এসময়ে মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে প্রায় শতকরা ২২০ দশমিক ১ শতাংশ।
Discussion about this post