রুমান হাফিজ, চবি ডেইলি-বাংলাদেশ ডটকম
সকাল ৯ টা। ভাষা দিবস উদযাপনে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল, ব্যানার-ফেস্টুন আর পরনে কারো আবার লাল রঙের বাহারি কাপড়। শহীদ মিনারের পাশ ঘেঁষে তৈরি স্টলের দিকে চোখ পড়লো। বিস্তারিত কথা হলো স্টলে বসা কয়েকজনের সঙ্গে। ওপাশ থেকে এগিয়ে এসে কথায় যোগ হলেন আরেকজন। যার নাম মোহাম্মদ সায়েম। কণিকার বর্তমান সভাপতি।
২১ শে ফেব্রুয়ারিতে রক্তের ফেরিওয়ালা এই সংগঠটির ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজন করে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
কণিকার যাত্রা যেভাবে
চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন তরুণ— সাইফুল্যাহ মনির, সাঈদ আহমদ নসিফ ও মহসিন রনি ভাবলেন এ অসচেতনতা দূর করতে হবে। ভাবনার বাস্তবায়নে নেমে পড়লেন কাজে। ২০১২ সালে ‘কণিকা ব্লাড ব্যাংক’ নামক একটা ফেসবুক পেজ থেকে অনলাইনে কাজ শুরু করেন। চেষ্টা করেন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির। এর একবছর পর কাজ শুরু করেন অফলাইনেও। ২০১৪ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কণিকা: একটি রক্তদাতা সংগঠন’। সাধারণত, রক্তদাতা সংগঠনগুলোর প্রধান উদ্দেশ্য থাকে রক্তদাতা খুঁজে দেয়া।
Discussion about this post