অনলাইন ডেস্ক
মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন আইরিশ স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডনেলি।
এর আগে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, বাহরাইন, সিঙ্গাপুরের মতো দেশগুলো।
সম্প্রতি দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
নতুন নিয়মে রেস্টুরেন্ট, গ্যাস্ট্রো পাবগুলোতে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তবে তাদের ডেলিভারি সার্ভিস চালু রাখার অনুমতি রয়েছে। তবে পুরোপুরি বন্ধ সেলুন, নেইল বার, সিনেমা হল, জাদুঘরগুলো।
আইরিশ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. টনি হলোথান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাম্প্রতিক সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আয়ারল্যান্ডে।
দেশটিতে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ২ হাজার ১৯২ জন।
সূত্র: বিবিসি
Discussion about this post