নিজস্ব প্রতিবেদক
মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র স্কোর কমানো হবে কিনা সে বিষয়ে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। চলতি ডিসেম্বর মাসে সময় স্বল্পতার কারণে এই বৈঠক আয়োজন করা সম্ভব হবে না বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, আগামী ৫ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র স্কোর কমানোর যে দাবি শিক্ষার্থীরা করেছেন সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা কমিটির একটি বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে মেডিকেলে ভর্তিচ্ছুরা আবেদনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র শর্ত শিথিল করা এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র উপর ধার্য করা ১২৫ নম্বর কমানোর দাবি তোলেন। তবে আবেদনের শর্ত শিথিল করা হবে না ভর্তি পরীক্ষা কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর মেডিকেলে ভর্তি আবেদনের যে যোগ্যতা ছিল এবারও সেটিই বহাল রাখা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেয়া হবে। এক্ষেত্রে এসএসসি’র ৭৫ শতাংশ নম্বর কাউন্ট করা হবে। ফলে সামগ্রিকভাবে এইচএসসি’র ফলাফল ভালো হবে। শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বাড়বে। তাই ভর্তি আবেদনের যোগ্যতা শিথিল করা হবে না।
Discussion about this post