মো. নজরুল ইসলাম রনি
চলতি এসএসসি পরীক্ষা- ২০২০দর গণিত প্রশ্ন বেশ জটিল হয়েছে। ৩০টি নৈর্ব্যক্তিক গণিত প্রশ্নের উত্তর ৩০মিনিটে দেয়া কঠিন। এছাড়া একটু রাফ না করে উত্তর দিলেতো ভুল হবেই। তবে রাফ করার জায়গা বা আলাদা কোন পেজ নেই। এ ছাড়া সৃজনশীল প্রশ্নের উওরের সময়ও কম।
মানহীন প্রশ্ন!ফলাফলে ধস নামবে। এ বিষয়ে জরুরী পদক্ষেপ নিতে হবে। গণিত প্রশ্নকর্তাকে জনসমক্ষে এসে পরীক্ষা দিতে হবে।এর জন্য কে দায়ী? গণিতের সৃজনশীল এমনিতেই একটু জটিল।নৈর্ব্যক্তিক প্রশ্নের উওর দিতে প্রয়োজন আলাদা একটা পেজ এবং একটু সময় বৃদ্ধি করতে হবে। এসব দেখার কেউ নেই?শিক্ষা বোর্ড কি রোবট?
মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু দৃষ্টি আকর্ষণ করছি।
লেখাটি লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া
লেখক: সভাপতি
বাংলাদেশ শিক্ষক সমিতি ও মুখপাত্র
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।
Discussion about this post