নিজস্ব প্রতিবেদক
অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম চালু করতে কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
২৩ ডিসেম্বর (বুধবার) অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।
চার সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিচালক (আইএমডি) মো. বদিয়ার রহমানকে। কমিটির অন্যদের মধ্যে সদস্য থাকবেন উপ-পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এছাড়া সদস্য সচিব থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের শিক্ষা অফিসার (এমআইডি) মো. শরীফ উল ইসলাম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত অক্টোবর থেকে অনলাইনে বদলি শুরু করার ছিল। কিন্তু করোনার পরিস্থিতিতে তা পিছিয়ে যায়।
Discussion about this post