নিজস্ব প্রতিবেদক
প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৫৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনে (জিপিই)। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৪৫০ কোটি টাকা। আর এজন্য পাঁচ বছরের সেক্টর প্ল্যান তৈরি করে তা জিপিইতে জমা দেয়া হয়েছে।
জিপিইর কাছে জমা দেওয়া পরিকল্পনায় শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। সেগুলো হলো অ্যাক্সেস এন্ড ইক্যুইটি নিশ্চিত করা, কোয়ালিটি এন্ড রিলেভেন্স নিশ্চিত করা এবং সুশাসন ও ব্যবস্থাপনা উন্নয়ন করা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, পাঁচ বছরে শিক্ষার মানোন্নয়নে জিপিই যে অর্থ আমাদের দেবে তার বেশির ভাগই ব্যয় হবে প্রাথমিক শিক্ষার উন্নয়নে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই পরিকল্পনা প্রস্তুত করেছে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে করোনার মধ্যে চার কোটি শিক্ষার্থীর ক্ষতি পোষাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ১৫ মিলিয়ন বা প্রায় ১২৬ কোটি টাকা দেয় সংস্থাটি।
Discussion about this post