নিউজ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ‘অস্তিত্বহীন’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। দরখাস্তকারী প্রার্থীদের ব্যাংক ড্রাফটের ৫০০ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি অ্যাডভোকেট মমতাজুল হক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সভাপতি (প্রতিষ্ঠাতা) রাবেয়া আলীম এক বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করে বলেছেন, পরবর্তীকালে সরকারি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিধি মোতাবেক বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে, সৈয়দপুরে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ নামে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। এটি সরকারের অনুমোদনপ্রাপ্তও নয় বলে ইউজিসি জানালে তোলপাড় শুরু হয়। এরপর সৈয়দপুরে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড সরিয়ে ফেলা হয় এবং সংশ্লিষ্টরা গা ঢাকা দেয়।
“কাজেই, তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে বিভিন্ন সময়ে প্রচারকৃত নিয়োগ বিজ্ঞপ্তি, অভিনন্দন বার্তা, সাইন বােড, সামাজিক যােগাযােগ মাধ্যম ইত্যাদি আমলে না নেয়া এবং সর্বোপরি সতর্ক থাকার জন্য সকল বিভাগ/দপ্তর/বাংক/সংস্থাকে অনুরােধ করা হলো। একইসাথে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, চাকুরীপ্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতারিত না হওয়ার জনাও পরামর্শ দেয়া হলো।”
Discussion about this post