ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ফটোগ্রাফ বা আলোকচিত্রের মাধ্যমে শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ঢাবির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক, একাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, নান্দনিক ও ঐতিহ্যিক স্থাপনার আলোকচিত্র সংগ্রহের কাজ চলছে।
সংগৃহিত ছবিসমূহ থেকে বাছাইকৃত ছবিসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেজে প্রকাশিত হবে এবং অ্যালবাম আকারে ছাপা হবে। শুক্রবার(১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারও কাছে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের দুর্লভ আলোকচিত্র থাকলে তা ক্যাপশন ও আলোকচিত্রীর নাম ঠিকানাসহ ইমেইল করে বা হার্ডকপি সরাসরি অথবা কুরিয়ারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে পাঠানোর অনুরোধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোকচিত্রীর নাম ছবির পাশে কৃতজ্ঞতাসহ উল্লেখ করা হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করা হয়।
কারও কাছে এ ধরনের দুর্লভ আলোকচিত্র থাকলে তার ক্যাপশন ও আলোকচিত্রীর নাম-ঠিকানাসহ du100photography@du.ac.bd ইমেইলে বা হার্ডকপি রুম-২১১, জনসংযোগ দফতর, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়- এ ঠিকানায় সরাসরি/কুরিয়ারে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
Discussion about this post