ক্রীড়া ডেস্ক
এই প্রথমবারের মতো মুম্বাইয়ের সিনিয়র দলের সুযোগ পেলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ছেলে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার। আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বাইয়ের ২২ জনের চূড়ান্ত স্কোয়াডে নেয়া হয়েছে অর্জুনকে।
করোনা বাস্তবতা মাথায় রেখে মুশতাক আলি ট্রফির জন্য বর্ধিত স্কোয়াড ঘোষণার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাতে করে দলগুলো বায়ো সিকিউর বাবল ঠিক রাখতে পারে। সে কারণেই মূলত চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী অর্জুন।
শনিবার মুম্বাই দলের প্রধান নির্বাচক সলিল আঙ্কোলা এ খবরটি নিশ্চিত করেছেন। অর্জুন ছাড়াও আরেক পেসার ক্রুতিক হানাগাভাদিও প্রথমবারের মতো মুম্বাই দলে সুযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে ২০ জনের দল ঘোষণা করেছিল মুম্বাই। পরে যোগ করা হয়েছে অর্জুন ও ক্রুতিককে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, ‘শুরুতে বিসিসিআই আমাদের বলেছিল ২০ জনের দল ঠিক করতে। তবে পরে তারা জানিয়েছে, স্কোয়াডে ২২ জন নেয়া যাবে। যে কারণে আরও দুজনকে যোগ করা হয়েছে।’
এখনও পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে অনেক খেলেছেন অর্জুন। মুম্বাই দলের হয়েও খেলেছেন অনেক ম্যাচ। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। এবারই প্রথম সুযোগ পেলেন মুম্বাইয়ের মূল দলে।
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটি। মুম্বাইয়ের ম্যাচগুলো যথাক্রমে ১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি। ই গ্রুপে তাদের প্রতিপক্ষ দলগুলো হলো দিল্লি, হরিয়ানা, কেরালা, আন্ধ্রা এবং পুরুচেরি।
Discussion about this post