নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষা হলে প্রবেশের আগে হেক্সিসল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া মাস্ক মাস্ক পরিধান বাধ্যতামূলক ছিলো। শিক্ষার্থীদেরও দূরত্ব মেনে বসানো হয়।
এর আগে গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের স্নাতক ও স্নাতকোত্তরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এদিন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ৫২২ কোর্স, গণিত বিভাগের চতুর্থ বর্ষের ৪০৪, ৪০৬, ৪১১ কোর্স এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ৪০৪ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগের মধ্যে প্রায় ২৫টি বিভাগের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা আটকে ছিল। এর মধ্যে শনিবার থেকে ৩টি বিভাগে পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুস সালাম জানান, আজ ৩ জানুয়ারি থেকে অন্যান্য বিভাগগুলোতেও পর্যায়েক্রমে পরীক্ষা শুরু হয়েছে।
Discussion about this post