বিশেষ প্রতিবেদক
সরকারী কর্ম কমিশন বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন । তিনি আরো বলেন, আমরা একটি রোডম্যাপের আলোকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে চাই। এই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা শেষ হয়ে যাবে।
আজ রবিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পিএসসি ৪৩তম বিসিএস থেকেই রোডম্যাপ অনুযায়ী পরীক্ষা নিতে চায় জানিয়ে চেয়ারম্যান বলেন, আমরা ৪৩তম বিসিএস থেকেই এই রোডম্যাপ বাস্তবায়ন করতে চাই। সবকিছু ঠিক থাকলে এই বিসিএস দিয়েই আমাদের এই প্রক্রিয়ার যাত্রা শুরু হবে।
প্রসঙ্গত, বিসিএস প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় নেয় পিএসসি। এমন ধীরগতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বিসিএস দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। ফলে পিএসসি’র রোডম্যাপ বাস্তবায়ন হলে বিসিএসের পুরো প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে।
Discussion about this post