নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে আগামী ফেব্রুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের টাকা অনলাইনে ইএফটির মাধ্যমে দেওয়া হবে। বকেয়া ছাড়া কোনও পেনশনের টাকা ফেব্রুয়ারি পর আগের নিয়মে চেক বা অ্যাডভাইসের মাধ্যমে দেওয়া হবে না। রবিবার (৩ জানুয়ারি) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিফ অ্যাকাউটেন্ট/ফিন্যান্স অফিসার, সকল বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা হিসাব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।
আদেশে বলা হয়, ইতোমধ্যে ব্যাংক থেকে পেনশনারদের ম্যানুয়ালি পেনশন প্রদান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। হিসাবরক্ষণ অফিস থেকে একইসঙ্গে ইএফটির মাধ্যমে এবং ম্যানুয়ালি চেক/অ্যাভাইসের মাধ্যমে পেনশন প্রদান চলমান রয়েছে। মুজিব শতবর্ষে সকল পেনশনারদের পেনশন ইএফটির আওতায় আনতে হিসাব রক্ষণ অফিস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পেনশন আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া যাবে। তবে ১৫ ফেব্রুয়ারির পর হিসাব রক্ষণ অফিস থেকে কোনও পেনশন (বকেয়া ছাড়া) ম্যানুয়ালি চেক/ অ্যাডভাইস প্রদান করা যাবে না। সকল পেনশন ইএফটির মাধ্যমে প্রদান করতে হবে।
Discussion about this post