ক্রীড়া ডেস্ক
আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) চলতি বছরের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। এ ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেলো অজিঙ্কা রাহানের দল।
বাম হাতের কবজির ইনজুরিতে সিরিজের বাকি থাকা দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় ব্যথা পেয়েছিলেন তিনি। যা থেকে সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ সময় লেগে যাবে।
তাই তিনি ফিরে যাবেন ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
শুধু এবারের অস্ট্রেলিয়া সিরিজ নয়। কবজির এ ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিতেও রাহুলকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। যা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না রাহুল। তবে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের অফফর্মের কারণে তৃতীয় ম্যাচে দলে ঢোকার সমূহ সম্ভাবনা ছিল রাহুলের। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি।
Discussion about this post