আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেয়ার ঘটনায় কয়েশ শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেছেন।
ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বলেন, হাজারখানেকের বেশি শিক্ষার্থীকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কয়েক ডজন পুলিশ বিক্ষোভ পর্যবেক্ষণ করলেও তারা হস্তক্ষেপ করেনি।
গত পহেলা জানুয়ারি প্রেসিডেন্টশিয়াল ডিক্রি জারি করে বোগাজিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে মেলিহ বুলুকে নিয়োগ দেন এরদোগান। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ আখ্যায়িত করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘আমরা কোনো নিযুক্ত রেক্টর চাই না’, ‘মেলিহ, তুমি পদত্যাগ করো’ বলে স্লোগান দিতে দেখা গেছে।
কারো কারো প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘আমাদের চাওয়া ন্যায়সঙ্গত, তাহলে এতো পুলিশ কেন?’, ‘মেলিহ বুলু বোগাজিসি বিশ্ববিদ্যালয়ের রেক্টর হতে পারেন না’।
২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিয়োগের ক্ষমতা নিজ হাতে নেন এরদোগান। বোগাজিসি বিশ্ববিদ্যালয়ে তিনি রেক্টর নিয়োগ দিয়েছিলেন।
এর আগে অধ্যাপক মেহমেদ ওজকানকে বিশ্ববিদ্যালয়টির রেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের জুলাইয়ের আগে নির্বাচনের মাধ্যমে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিয়োগ দেয়া হতো।
Discussion about this post