সব সরকারি কলেজ, মাদরাসা ও টিচার্স ট্রেনিং কলেজের অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসাথে প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনার-সিম্পোজিয়াম ও জার্নাল প্রকাশের তথ্যও পাঠাতে বলা হয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এসব তথ্য পাঠাতে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৫ জানুয়ারি) অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে।
এছাড়া সর্বশেষ ২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত অনলাইন কার্যক্রমের তথ্য পাঠাতে হবে। একই সাথে ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কতটি সেমিনার অনুষ্ঠিত হবে, তার একটি পরিকল্পনা পাঠাতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করা হলে তা আগে অধিদপ্তরকে জানাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করতে হবে। সম্ভব না হলে ভার্চ্যুয়ালি করতে হবে।
Discussion about this post