নিজস্ব প্রতিবেদক
দুই কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই, দেশের এমন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ বুধবার(৬ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় পূর্ববর্তী বদলি নীতিমালা বাতিল বা সংস্কার কেন প্রয়োজন, সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির কাছে বিস্তারিত ব্যাখ্যা প্রদানের সুপারিশ করা হয়।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post