নিজস্ব প্রতিবেদক
দেশে উচ্চ শিক্ষা ও গবেষণার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন।
বুধবার (৬ জানুয়ারি) ইউজিসির সঙ্গে এক আলোচনা সভায় এ আগ্রহের কথা জানায় মার্কিন দূতাবাসের (পাবলিক অ্যাফেয়ার্স সেকশন) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, খাদিজা মাহামুদ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার রায়হানা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post