আন্তর্জাতিক ডেস্ক
দু’বার স্কুল খুলে সংক্রমণ বেড়েছে ব্রিটেনে। প্রতিবারই দেখা গিয়েছে, স্কুল খোলায় উল্টে আরও বেড়েছে সংক্রমণের মাত্রা। সেই অভিজ্ঞতা থেকেই আপাতত স্কুল খোলার কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার। তাই এর পরিবর্তে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল জানিয়েছেন, স্কুল খোলার আগে সমস্ত
শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ হবে।
টিকা দেওয়া হবে তাঁদের বাড়ির লোকেদেরও। তার পর বারো থেকে আঠারো বছর বয়সি পড়ুয়াদের প্রয়োজনে টিকাকরণের আওতায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে। এর পরেই পুরোদমে স্কুল খোলার কথা ভাবা হবে।
প্রসঙ্গত এ দেশে, ১২-৬৫ বছর পর্যন্ত ব্যক্তিদের উপরে ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের প্রথম দু’টি পর্ব শেষ করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক সংস্থা। ফলাফল ইতিবাচক বলেই দাবি সংস্থার
Discussion about this post