অনলাইন ডেস্ক
বাহরাইনে কর্মরত বাংলাদেশিরা কোভিড ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। সম্প্রতি ওইদেশের সরকার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশিও রয়েছে।
তিনি বলেন, চীনের সিনোফার্ম ও ফাইজার এই দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখানে এবং গ্রহণকারীর যেটা পছন্দ সেটিই দেওয়া হচ্ছে।
দূতাবাসের কেউ ভ্যাকসিন নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আমরা আগামী সপ্তাহে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করবো।
বাহরাইনের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগের অবস্থা আশা করি এ বছরের মধ্যে ফেরত আসবে।
Discussion about this post