নিজস্ব প্রতিবেদক
পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া, বাস সার্ভিস চালুসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়ার হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. শুধু পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে।
২. শাটল ট্রেন চালু হওয়ার আগ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নিউ মার্কেট টু জিরো পয়েন্ট বাস সার্ভিস চালু করতে হবে।
৩. মেসভাড়া সংকট নিরসনে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
৪. করোনা পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, স্মারকলিপি গ্রহণ করার সময় প্রশাসনের পক্ষ থেকে বাস চালু করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টাতে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেয়া হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে হল খোলা সম্ভব নয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।
Discussion about this post