নিজস্ব প্রতিবেদক
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশিত হয়।
এতে পাঁচটি বিষয়ে এক হাজার ৯৩২ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদে এক হাজার ২৯ জন, রেডিওগ্রাফিতে ৩৭১ জন, ডেন্টালে ২৪৬ জন, ফিজিওথেরাপিতে ২৩০ জন এবং রেডিওথেরাপিতে ৫৬ জন উত্তীর্ণ হন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র ও সকল সনদের মূলকপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাস্থলে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।
গত ১২ ডিসেম্বর ঢাকার ৯টি কেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩ হাজার ৫২২ জন প্রার্থী অংশ নেন।
ফল দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post