নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বাউবি) প্রােগ্রামের ২০২০-২০২১ (২০২১ ব্যাচ) ভর্তির জন্য osaps.bou.edu.bd-এর মাধ্যমে শুধুমাত্র Online-এ আবেদন আহ্বান করা হয়েছে।
বিএড ভর্তির ন্যূনতম যােগ্যতা: অনুমােদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির আবেদন সংক্রান্ত তথ্য
• Online-এ ভর্তির আবেদন জমাদানের তারিখ: ১১-০১-২০২১ থেকে ২৮-০২-২০২১ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত।
• ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান: ১৯-০৩-২০২১ তারিখ (সকাল ১০.০০ থেকে ১১.০০ ঘটিকা) বিএড প্রােগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
• ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন: ১০০ নম্বরের বহু নির্বাচনী (MCQ)। মানবন্টন: বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান- ২৫ (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির অনলাইনে আবেদনের প্রক্রিয়া:
• আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x১০০ সাইজ) এবং সদ্য তােলা ছবি (৩০০ X ৩০০ সাইজ) স্ক্যান করুন।
• 01756-045166 নম্বরে ২০০/- (চারশত) টাকা (ভর্তির আবেদন ফি)+Transaction Charge বিকাশ দিয়ে Payment করুন । বিকাশ নম্বর এবং Transaction ID সংরক্ষণ করুন।
• 01786-5249175 নম্বরে শিওরক্যাশ এবং DBBL-এ রকেট এর মাধ্যমেও ২০০/- (চারশত) টাকা + Transaction Charge প্রদান করে ভর্তির আবেদন করা যাবে ।
• আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন।
• স্কুল অব এডুকেশন অর্থাৎ SOE-এর উপর ক্লিক করুন।
• Bachelor of Education (B.Ed)-এর উপর ক্লিক করুন।
• অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং User ID, Password এবং ফি সংশ্লিষ্ট মােবাইল SMS সমূহ সংরক্ষণ করুন।
• এক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত হলে তা Online-এ আবেদন জমা প্রদানের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে OSAPS Helpline অথবা পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর অবহিত করুন।
Discussion about this post