বিনোদন ডেস্ক
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বারের মতো মুঠোফোনে ধারণকৃত ভিডিও নিয়ে নির্মিত চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল- ডিআইএমএফএফ’। ৩০টি দেশ থেকে মোট ১৭৮টি চলচ্চিত্র জমা পড়েছে এবারের উৎসবে।
নির্বাচিত ছবির মধ্যে স্ক্রিনিং ক্যাটাগরি থেকে ৯টি ফিল্ম, কম্পিটিশন ক্যাটাগরি থেকে ২১টি ফিল্ম ও ওয়ান মিনিট ক্যাটাগরি থেকে ৬টি ফিল্ম নির্বাচিত হয়েছে।
উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচন করবেন, রতন কুমার পল, তানহা জাফরিন এবং অমিতাভ রেজা চৌধুরী।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষানবিশ প্রোগ্রাম “সিনেমাস্কোপ” কর্তৃক আয়োজিত ডিআইএমএফএফের সপ্তম আসরের উৎসবে ভেন্যু সহযোগী হিসেবে থাকছে ‘স্টার সিনেপ্লেক্স’। মিডিয়া সহযোগী থাকছে প্রথম আলো ডটকম, অ্যাওয়ার্ড পার্টনার থাকছে ‘বেড়াবো ট্যুরিজম বাংলাদেশ’ ও প্রথমবারের মতো অ্যাপ পার্টনার হিসেবে থাকছে ‘কিনেমাস্টার’।
Discussion about this post