নিজস্ব প্রতিবেদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি কোর্স চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কোর্স কারিকুলাম অনুযায়ী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও শেকৃবির পারস্পরিক সহযোগিতায় এ ডিগ্রি দেয়া হবে।
সোমবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে ‘এমএসসি ইন অ্যাপ্লাইড এপিডেমিওলজি কোর্স’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বলা হয়েছে, কোর্সটিতে আটজন শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে। কোর্সটি ৮০ শতাংশ ব্যবহারিক হবে। মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক দেশে এ কোর্সটি চালু আছে।
এ বিষয়ে মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগে চেয়ারম্যান ড. কেবিএম সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭২তম সভায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃক পরিচালিত এ কোর্সটি এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগে অধিভুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই কোর্সে অগ্রাধিকার পাবে। শেকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট দেয়া হবে।
Discussion about this post