নিজস্ব প্রতিবেদক
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ফল প্রকাশের ৭ দিনের মধ্যেই ভাইভা শুরুর কথা জানিয়েছেন পিএসসি সদস্য শাহজাহান আলী মোল্লা।
গতকাল বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। চলতি সপ্তাহেই পিএসসির চেয়ারম্যান কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন। সেখান থেকেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত আসতে পারে।
শাহজাহান আলী মোল্লা বলেন, করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসে ফলাফল পিছিয়ে দেয়া হয়েছে। তবে এখন আমরা দ্রুতই এটা নিয়ে কাজ করছি। আশা করা যায় চলতি জানুয়ারি মাসের শেষের দিকে ৪০তম লিখিত পরীক্ষার ফলাফল দিতে পারবো। পাশাপাশি ফল প্রকাশের সাত দিনের মধ্যে ভাইভা শুরু হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় মূল্যায়ন করেন। পুনমূল্যায়নের সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নাম্বার দেয়ার কথা ছিল তা দেয়া হয়েছে কিনা। আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, আট হাজার খাতা রিচেক করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই ডিসেম্বরে ৪০তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে এ মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।
Discussion about this post