অনলাইন ডেস্ক
দেশের ১৪টি জেলায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডিজিটাল মেইল সর্টিং সেন্টার। এসব সেন্টারের জন্য কেনা হয়েছে ৩০ ধরনের যন্ত্রপাতি। দেশী সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হচ্ছে পরিচালনা সফটওয়ার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে এই প্রযুক্তি নির্ভর ডাকঘর উপহার দিতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
অবশ্য প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী, দেশজুড়েই তৈরি হবে এই মেইল সর্টিং সেন্টার। প্রথম ধাপে ১৪টি কাজ শেষে বাকি ৫০ জেলায় দ্বিতীয় ধাপে সেন্টারগুলো নির্মাণ করা হবে।
মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে এই সেন্টারগুলো। এই সেন্টারগুলোতে পরিবহনকৃত পণ্যের মান ঠিক রাখতে হিমায়িতকরণ ব্যবস্থাও থাকবে।
পুরো সেন্টারটি পরিচালনায় ব্যবহার করা হবে ২২টি মডিউল (সফটওয়্যার)। মডিউলের ব্যবহার শুরু হলে মেইলটি কোথায় আছে, কী অবস্থায় আছে, প্রাপকের কাছে কবে পৌঁছাবে বা কবে ডেলিভারি হয়েছে, সব ট্র্যাক করা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
Discussion about this post