নিজস্ব প্রতিবেদক
মহামারী করোনায় ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ভর্তি পরীক্ষার বিষয়ে চলতি মাসের শেষদিকে সভা আহবান করা হবে বলে জানিয়েছেন গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে তিনি এসব কথা বলেন।
আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপর গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রসঙ্গে জানতে চাওয়া হয় অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে। এ বিষয়ে তিনি বলেন, ‘চলতি মাসের শেষের দিকে আমরা আবার সভা ডাকবো। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হবে। আমরা হয়তোবা তখন একটি সিদ্ধান্ত নেব।’
এসময় কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে, এমন প্রশ্নের জবাবে জবি উপাচার্য বলেন, ‘এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এছাড়া আগের বছরের প্রথমবর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠানো যায়নি। আগে তাদের পরীক্ষা নিতে হবে, দ্বিতীয় বর্ষে ওঠাতে হবে। আর প্রথমবর্ষের পরীক্ষা নিয়েই তো আর আমরা ক্লাস নিতে পারবো না। এজন্য এ বিষয়ে তাড়াহুড়ো নেই।’
তিনি বলেন, ‘মেডিকেল, প্রকৌশলসহ আরো অনেক ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটির মধ্যে যাতে আরেকটি পরীক্ষা না পড়ে যায়, সেজন্য আমাদের উপাচার্যদের একটি সভা হবে। সেখানে ভর্তি পরীক্ষা কখন নেওয়া যাবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। সাধারণত মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়।’
বিভাগ পরিবর্তনের ‘ডি’ ইউনিট রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা আগেই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, কীভাবে পরীক্ষা হবে তাও বলে দিয়েছি। সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।’
Discussion about this post