অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধেও কার্যকর ফাইজারের টিকা। বুধবার বায়োগাইভ ডটকমে প্রকাশিত প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এই সমীক্ষা প্রতিবেদনের ১১ জন গবেষকের মধ্যে দুইজন হলেন বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন এবং ওজলেম টুয়েরেসি। শাহিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং তার স্ত্রী টুয়েরেসি চিফ মেডিক্যাল অফিসার।
এদিকে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া অতি সংক্রামক নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বিশ্বের আরও অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থাটির সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ২০ লাখের বেশি মানুষের জীবন কেড়ে নেওয়া করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য শনাক্ত হওয়ার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। গণহারে টিকা পাওয়ার আগে ভাইরাসটির সংক্রমণ কিভাবে ঠেকানো হবে তা নিয়ে রয়েছে ব্যাপক উৎকণ্ঠা।
ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাজ্যে শনাক্ত হয় নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। ডব্লিউএইচও বলছে, নতুন এই ভাইরাসটি আগের চেয়ে ৬০-৭০ শতাংশ বেশি সংক্রামক। নতুন প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, গত সাত দিনে করোনায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ মানুষ।
বিশ্বজুড়ে চালু হওয়া ভ্যাকসিনগুলো নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। নতুন সমীক্ষাতেও একই ধরনের তথ্য মিললো।
Discussion about this post