শিক্ষার আলো ডেস্ক
করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৪ ফেব্রুয়ারির আগেই কবে স্কুল খুলবে তা জানিয়ে দেয়া হবে। এরমধ্যেই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুতি শেষ করতে বলা হবে। গত বৃহস্পতিবার দুই মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। আজকালের মধ্যে মন্ত্রণালয় থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। তবে শুরুতে সব শ্রেণির ক্লাস শুরু হচ্ছে না।
জানা গেছে, প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণি, মাধ্যমিকের দশম এবং উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। বেশি অগ্রাধিকার পাবে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
এ দিকে সম্প্রতি গণস্বাক্ষরতা অভিযান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা কর্মকর্তাসহ প্রায় তিন হাজার জনের ওপর জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে, প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী করোনাকালে দূর-শিক্ষণে অংশ নিতে পারেনি। এ ক্ষতি পুষিয়ে নিতে স্কুলগুলো দ্রুত খুলে সংক্ষিপ্ত সিলেবাসে শ্রেণি শিক্ষা চালু করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।
তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, ‘সব প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে শ্রেণি কার্যক্রম শুরু করার জন্য দ্রুত ঘোষণা করা প্রয়োজন। এটি বাস্তবায়নে শিক্ষা প্রশাসন ও বেসরকারি সংগঠনকে যুক্ত করে প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে সে ব্যবস্থা মনিটরিং করতে হবে। সব স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারির মধ্যেই স্কুলগুলো খোলার ব্যবস্থা করতে হবে।’
Discussion about this post