নিজস্ব প্রতিবেদক
নগরীর আধুনিক প্রযুক্তি ভিত্তিক সৃষ্টিশীল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান বজায় থাকায় এর সামগ্রিক শিক্ষা কার্যক্রমে সন্তোষজনক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সম্প্রতি দেশে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনার তদারকি সংস্থা ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউসিটিসি’র প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান এ প্রসঙ্গে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় জানান,ইউসিটিসি স্বল্পব্যয়ে সবার দ্বারপ্রান্তে গুণগত,মানসম্পন্ন উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতবদ্ধ।
তিনি বলেন,উচ্চ শিক্ষার মান নির্ভর করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের গুণগতমান,শিক্ষার্থী -শিক্ষক অনুপাত,পর্যাপ্ত পরিমাণ শিক্ষা সহায়ক উপকরণ ও প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার,যুগোপযোগী পাঠ্যক্রম,উন্নত লাইব্রেরি ,মানসম্মত ক্যাম্পাস ও ক্যাম্পাসভিত্তিক সুযোগ-সুবিধা। আর এসব কিছু বাস্তবায়ন করতে তার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অধিক নজর রয়েছে আমাদের। নিয়ম-শৃঙ্খলা, বিধিবিধান, সততা ও নিষ্ঠার সঙ্গে তার প্রতিষ্ঠান এগিয়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
সর্বশেষ ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে ইউসিটিসি’র পাঠদান পদ্ধতি, গুণগত শিক্ষা ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়। নতুন বছরের শুরুতে চলতি মাসের গত ১৫ জানুয়ারি এই বিষয়ে ইউজিসির প্রতিবেদন ও তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
Discussion about this post