ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ডাগআউটে ছিলেন না কোচ জিনেদিন জিদান। তবে শিষ্যরা ঠিকই কোচের মুখে হাসি ফোটালেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকা রিয়াল মাদ্রিদ ছন্দে ফিরল দাপুটে জয়েই।
লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠের আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। জোড়া গোল করেন দলটির তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।
৪১ মিনিটে হ্যাজার্ডের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়েছিলেন বেনজেমা। কিছুটা এগিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে যান হ্যাজার্ডও। এবার উঁচু করে তার কাছে বল দিয়েছিলেন টনি ক্রুস। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে ব্যবধান ৩-০ করেন বেলজিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের এক ঘন্টা ছোঁয়ার আগেই অবশ্য এক গোল ফেরত দিয়েছিল আলাভেস। লুকাস পেরেসের ফ্রি কিক থেকে হোসেলুর চমৎকার হেড ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি থিবু কোর্তোয়া।
এতে ১৯ ম্যাচে ১২ জয় আর চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে দিনের অপর ম্যাচে কাদিসকে ৩-০ গোলে উড়িয়ে তিনে উঠে এসেছে সেভিয়া। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩৬। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট জোগাড় করা বার্সেলোনা নেমে গেছে চার নম্বরে।
Discussion about this post