নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রস্তুতকৃত সংক্ষিপ্ত সিলেবাস আজ প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে সোমবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হবে। এর পর সেটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সেটি প্রায় চূড়ান্ত। সোমবার আমরা এটি পাবো। এটি পাওয়া মাত্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Discussion about this post