খেলাধূলা ডেস্ক
অবশেষে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ওয়ানডেতে আগে ব্যাট করেছিল সফরকারী দলটি। করতে পারেনি দেড়শ রানও।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে পরে ব্যাট করেছে সফরকারী দল।
তবে দেড়শ রান পার করতে পারলেও ঠেকাতে পারেনি হোয়াইটওয়াশ। ১২০ রানে হারিয়ে তাদেরকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৬৪, লিটন ০, শান্ত ২০, সাকিব ৫১, মুশফিক ৬৪, মাহমুদউল্লাহ ৬৪*, সৌম্য ৭, সাইফ ৫*; জোসেফ ১০-০-৪৮-২, হার্ডিং ১০-০-৮৮-০, মেয়ার্স ৭-০-৩৪-১, রিফার ১০-০-৬১-২, আকিল ১০-০-৪৬-০, জেসন ৩-০-১৬-০)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৭৭ (ওটলি ১, আমব্রিস ১৩, বনার ৩১, মেয়ার্স ১১, জেসন ১৭, পাওয়েল ৪৭, হ্যামিল্টন ৫, রিফার ২৭, জোসেফ ১১, আকিল ০, হার্ডিং ১*; সাইফ ৯-০-৫১-৩, মুস্তাফিজ ৬-০-২৪-২, তাসকিন ৮.২-১-৩২-১, মিরাজ ১০-২-১৮-২, সাকিব ৪.৫-০-১২-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০, সৌম্য ৩.১-০-২২-১, শান্ত ১-০-৪-০)
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী
Discussion about this post