নিউজ ডেস্ক
বিজ্ঞান জাদুঘরে চলছে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ। গত ১ মাস ধরে প্রতিষ্ঠানের দোয়েল মিলনায়তনের ৭৮০ বর্গফুট আয়তন জুড়ে গড়ে তোলা হচ্ছে জাতির পিতার স্মরণে বঙ্গবন্ধু কর্নার।
জানা গেছে, নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মাণাধীন এ কর্নারের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নানা বর্ণের আলোক ছটায় কর্নারটি সাজানো হচ্ছে। কর্নারে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতি বিজড়িত আলোকচিত্র স্থাপন করা হয়েছে। ঐতিহাসিক বইপত্রে সমৃদ্ধ একটি সেলফ বসানো হচ্ছে। মেঝে জুড়ে কাঠের প্লাটফর্ম স্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের বসার ব্যবস্থাও থাকছে কর্নারে। ছোট পরিসরের সভা অনুষ্ঠান করার উপযোগী টেবিলও বসানো হচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরের অবহেলিত ও অব্যবহৃত স্থানসমূহ প্রদর্শনীবস্তু এবং বিভিন্ন উন্নতমানের সামগ্রী দিয়ে সজ্জিত করা হচ্ছে। এর একটি উল্লেখযোগ্য অংশ বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে যেন সৎ ও সাহসী হবার প্রেরণা যোগায়, এ লক্ষে এ স্থাপনা তৈরি করা হচ্ছে।
Discussion about this post