নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ না করলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে অনশন কর্মসূচি শুরু করবে নিবন্ধিত শিক্ষকরা।
তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের একাধিক নেতাকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, আমার এ পর্যন্ত ২৩ বার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে স্মারকলিপি দিয়েছি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি। তবুও আমাদের দাবি মানা হয়নি। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। তবে সেটিরও কোনো খবর নেই। এখন আমরণ অনশনই আমাদের একমাত্র পথ।
তারা আরও বলেন, জানুয়ারির মধ্যে যদি শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হয়, তাহলে ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা অনশন শুরু করবো। এনটিআরসিএর সামনেই অনশনে বসবেন বলেও জানান তারা।
প্রসঙ্গত, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। তবে আইন সংক্রান্ত নানা জটিলতার কারণে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।
Discussion about this post