নিজস্ব প্রতিবেদক
আজ ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যরা।
এ বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে । এতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চূড়ান্ত অনুমোদন পেলে তা আজই প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ৪৩তম বিসিএসের আবেদন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।
পিএসসির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ‘নানা বিষয় নিয়ে আলোচনা করতে আজ কমিশনের বৈঠক রয়েছে। বৈঠকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এবং ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। ফল প্রকাশ হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
তবে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গত রবিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়তে পারে। সেজন্য কমিশনে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে। এছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে গত সপ্তাহেও পিএসসিতে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এজন্য ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানানো হয়।
Discussion about this post