নিজস্ব প্রতিবেদক
বই ও দাওয়াত পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
জানা গেছে, সরকারি দাওয়াতপত্র, নির্বাচনী প্রচারপত্র, বই মেলা, বাণিজ্য মেলা এবং সরকারি প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের গত ৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।
মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা প্রকাশিতব্য বই, তাদের সংগঠনের নির্বাচনে প্রচারপত্র, সরকারি দাওয়াত পত্রসহ প্রকাশনার ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার করতে পারবেন না।
Discussion about this post