নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাবির নিয়মিত সিন্ডিকেট সভায় গবেষণা ও পিএইচডি থিসিসে জালিয়াতি প্রমাণ হওয়ায় ট্রাইব্যুনালের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
শাস্তি পাওয়া ওই তিন শিক্ষক হলেন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের সৈয়দ মাহফুজুল হক মারজান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওমর ফারুক।
এদের মধ্যে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন, মাহফুজুল হক মারজানকে শিক্ষা ছুটি শেষে যোগদান করার পর দুই বছর লেকচারার হিসেবেই থাকতে হবে। আর পিএইচডি থিসিসে জালিয়াতি করায় ওমর ফারুককে সহকারী অধ্যাপক থেকে লেকচারার পদে অবনমন এবং ডিগ্রী বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
Discussion about this post