নিজস্ব প্রতিবেদক
অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সফট লোন পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এই ঋণের আওতায় প্রত্যেক শিক্ষার্থী পাবেন আট হাজার টাকা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন।
তিনি বলেন, সফট লোন অনুমোদন কমিটি ৭ জানুয়ারির মধ্যে একটা উপাত্ত সংগ্রহ করেছিল। তবে, তথ্যগুলো প্রেরণ করতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির (এফসি) অনুমোদন দরকার ছিল। গত পরশু (২৫ জানুয়ারি) ফাইন্যান্স কমিটির অনুমোদন পেয়েছি।
তিনি আরও বলেন, অনুমোদন পাওয়ার পর আজ (২৮ জানুয়ারি) ১ হাাজার ৪০৪ জন শিক্ষার্থীর প্রয়োজনীয় উপাত্ত পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের রবি-সোমবারের দিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)- এর মাধ্যমে শিক্ষার্থীদের একাউন্ট নম্বরে এই টাকা যোগ হবে।
প্রসঙ্গত, গতবছর ৪ নভেম্বর অনলাইন প্লাটফর্মে ইউজিসি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
Discussion about this post