নিউজ ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শুক্রবার (২৯ জানুয়ারি) উপাচার্য এক অভিনন্দন বার্তায় বলেন, মো. রেজাউল করিম চৌধুরী একজন সৎ, যোগ্য, নির্লোভ, নিরঅহংকারী, সদা হাস্যেজ্জ্বল আপাদমস্তক সাদা মনের মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের এ অকুতোভয় সৈনিক তাঁর মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, সর্বোপরি দূরদর্শীতার মাধ্যমে নগরের সার্বিক উন্নয়নে বিশেষকরে শিক্ষা, চিকিৎসা, জলাবদ্ধতা-যানজট নিরসনে এবং সবুজ বাসযোগ্য আধুনিক বিশ্ব মানের নগরীতে পরিণত করতে তাঁর সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং নগরবাসীর আস্থা অর্জনে সক্ষম হবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
Discussion about this post