শিক্ষার আলো ডেস্ক
উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করে বৃহস্পতিবার বিদায় নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
২০১০ সালের ২৮ নভেম্বর উপ-উপাচার্য হিসেবে যোগদান করলেও মেয়াদ শেষ হওয়ার আগেই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র আড়াই বছর দায়িত্ব পালন শেষেই নিয়োগ পান উপাচার্য হিসেবে।
২০১৩ সালের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০ম উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন। অত্যন্ত সফলতার সাথে চার বছর অতিবাহিত করার পরে আবার দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিযুক্ত হন ২০১৭ সালের ৩০ জানুয়ারি।
সফলভাবে দুই বছর উপ-উপাচার্যের এবং দুই মেয়াদ উপাচার্যের দায়িত্ব পালন শেষে গতকাল বিকাল ৩টায় শেষ কর্মদিবস হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। বিদায়বেলায় তার বাসভবন থেকে প্রায় চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ অধ্যাপক ২০১০ সালের ২৮ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে যোগদান করে। এরপরে ২০১২ সালে ভারপ্রাপ্ত উপাচার্য এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি সালে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণ করেন। প্রথম মেয়াদে শেষে ২০১৭ সালের ২৭ জানুয়ারি সরকার তাকে আবারো খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেন।
তার মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় তিনি গতকালই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে ফিরে যান।
এসময় উপাচার্য গণমাধ্যমকে বলেন, এ দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে পারলে এ বিশ্ববিদ্যালয় সম্ভাবনার পথে, সাফল্যের পথে বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post